পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ আনছার আলী (৪০), ফারুক হোসেন (৩৫) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত রবিবার সন্ধায় বোদা পৌরসভার শিমুলতলী হতে গাঁজা সহ একটি অটোভ্যান হতে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনীমাইপাড়া গ্রামে। এ ব্যাপারে বোদা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, গত রাতে মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনার সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।