ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় আজ সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। মেয়র পদে ২ জন লড়াই করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এস.এম ইকবাল হোসেন সুমন এবং বিএনপি মনোনীত প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন। গফরগাঁওয়ে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। গফরগাঁও পৌরসভা এবার মোট ভোট সংখ্যা ২২ হাজার ২৯৬ জন। তার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৪৩৫ ও পুরুষ ভোটার ১০ হাজার ৮৬১ জন। শান্তিপূর্ণ ভাবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছে।