বাগেরহাটের কচুয়ায় মোঃ রিপন সেখ (৪০) নামে ১ মাদক সেবীকে মোবাইল কোট পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সহকারি কমিশনার ভুমি মেহের নাজনীন ১০০০/= টাকা জরিমানা করেন।
কচুয়া পুলিশ জানায়, গতকাল সকাল ১০টায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বয়ারসিংয়া গ্রামের ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এ এস আই ইকবাল হোসেন অভিযান চালিয়ে খোকন সেখের ছেলে মোঃ রিপন সেখ নামে এক মাদক সেবীকে মাদক খাওয়া অবস্থায় আটক করেন। পরে আটককৃত মাদক সেবীকে কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিসেট্রড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের কাছে নিয়ে আসলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সহকারী কমিশনার ভুমি মেহের নাজনীন এর নিকট পঠিয়ে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সহকারী কমিশনার ভুমি মেহের নাজনীন মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত মাদক সেবীকে ১০০০/= টাকা জরিমানা করেন।