ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামে মাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে রোববার বিকাল পাচটায়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শিরা জানায়,রোববার বিকাল সাড়ে চারটায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের আয়াতুল্লাহ শাহ’র মাজারে মোমবাতি জ¦ালাতে যায় যাত্রাপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে নুরূল ইসলাম মিয়া।এসময় নুরূল ইসলাম মিয়ার চাচা জজমিয়ার ছেলে মোশাররফ মিয়া মোমবাতি জ¦লাতে বাধাদেয়।এসময় নুরুল ইসলাম মিয়া মোশাররফকে বলে যে,আমি আয়াতুল্লাহ শাহ’র মাজারে মোমবাতি জ¦লাতে না পারলে তোকেও মোমবাতি জ¦লাতে দিতে দেব না।এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে মোশাররফের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে নুরুল ইসলামকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নুরুল ইসলামকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী অজ্ঞান হয়ে থাকায় তার কথা বলা সম্ভব হয়নি।তবে নুরুল ইসলামের মেয়ে সামিনা বেগম বলেন,আমার বাবাকে মোশাররফ,সাইদুরসহ যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেও সর্ব্চো শাস্তি দাবী করছি।এঘটনায় যাত্রাপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।এদিকে এঘটনার খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান।আশুগঞ্জ থানার ভারপ্র্প্তা কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,বর্তমানে যাত্রাপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরিস্থিতি যেন আর অবনতি না হয় তার জন্য ঘটনাস্থলে অতিরিক্তি পৃুলিশ মোতায়েন রয়েছে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।