ঝিনাইদহে শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নাগপাড়া ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে ও বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র।
শৈলকূপা থানার সেকেন্ড কর্মকর্তা আমিরুজ্জামান জানান, স্কুলছাত্র পারভেজ নাগপাড়া গ্রামের নানাবাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হরিয়ে একটি গাছে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার এসএম আসাদুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পারভেজ হাসানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল।