কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ার হোসেন মুকুলের বিশাল কর্মীসভা শনিবার রাতে হরিপুরে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভা শেষে একটি মিছিল পৌর বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। মিছিলটি পৌর বাজার হয়ে খিলা সিএনজি ষ্ট্যান্ড পৌঁছলে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতাকর্মীরা একত্র হয়ে আনোয়ার হোসেন মুকুরের অফিসের সামনে জোড় হয়ে সভা শেষ করে। এর আগে মোঃ হোসেন কোম্পানীর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুন্নবী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মফিজুর রহমান ডিলার, শফিকুর রহমান, আবু তাহের, মাঈন উদ্দিন মিটু, পৌর যুবদলের আহ্বায়ক ডাঃ মাঈন উদ্দিন বাহার, যুবদল নেতা এ,এস,এম নাছির উদ্দিন, খুরশিদ আলম, কাশেম চৌধুরী উপজেলা ছাত্রদল আহ্বায়ক ছালেহ আহম্মদ, পৌর সভার ছাত্রদলের আহ্বায়ক মফিজুর রহমান, ছাত্রদলের নেতা কামরুজ্জামান, আবদুল আলী, ইমাম হোসেন বাবু প্রমূখ।