ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) পক্ষ থেকে দেড় শতাধিক দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে দুপ্রকের অস্থায়ী কার্যালয়ে উপজেলা দুপ্রকের সভাপতি ডাঃ কে.এম.এহছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সহ-সভাপতি সুলতান আহমেদ, সদস্য শফিকুল কাদির, এটিএম লুৎফুর রহমান, নিরুপমা দেবনাথ ও লিজা মনি প্রমূখ।