আসন্ন পৌর নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সময় নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আহছান উল্লাহ শিপনের মনোনয়ন পত্রটি বাতিল হয়ে গেছে। ওই শিপন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এ.এস.এম আলমগীরের মামাতো ভাই। এর ফলে বর্তমানে আলমগীরই নির্বাচনী লাইম লাইটে চলে আসেন। এতে করে বিএনপির সমর্থনও পেয়ে গেছেন আলমগীর। ধারণা করা হচ্ছে-আলমগীর এবার কমিশনার নির্বাচিত হয়ে এলাকায় সবাইকে চমক দেখাবেন। এর আগে বিএনপি সমর্থিত শিপন প্রার্থী থাকায় আলমগীর তার প্রার্থীতার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেননি।
স্থানীয় এলাকাবাসী জানায়, আলমগীর রামদীর হাজী টুকা মিয়ার বাড়ীর মরহুম সৈয়দ আহমদ মিয়ার ছেলে। তিনি বসুরহাট হাইস্কুলের শিক্ষক মাষ্টার আবদুল হালিম মিয়ার ভাতিজা। এছাড়াও সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ সওদাগর ওরফে কালা মিয়া চেয়ারম্যানের আপন মেয়ের ঘরের নাতি, বীরমুক্তিযোদ্ধা শহীদ উল্যা মিয়া ও সাবেক মেয়র শফিকুল ইসলামের আপন ভাগিনা ও সাবেক ছাত্রনেতা আবদুর রহিম বাহারের ছোট ভাই। আলমগীর দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। আলমগীর তাদের বাড়ীর সামনের রামদি পৌর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানীত সদস্য এবং দাতাদের অন্যতম একজন। আলমগীর রামদি হাজী টুকা মিয়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপদেষ্টা কমিটির সম্মানীত সদস্য এবং দাতাদের একজন। তিনি এলাকায় একজন ভদ্র এবং সৎ ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। বিগত সময়ে তিনি দরিদ্র বহু মেয়ের বিয়েতে ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়েছেন। আলমগীর নির্বাচিত হলে বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজী, জুয়া, বখাটে, মামলাবাজী, নারী নির্যাতন, সালিশ বাণিজ্যের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানাগেছে। আলমগীর ভবিষ্যতে নির্বাচিত মেয়রের সাথে ঐক্যবদ্ধ হয়ে সততার সহিত ভাল ভাল জনকল্যাণ কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি এলাকার শিক্ষিত, সৎ, চরিত্রবান সকল জনগণ ও ভোটারের কাছে ভোট এবং দোয়া প্রত্যাশী। শনিবার সকালে এক প্রতিক্রিয়ায় আলমগীর সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত না হলেও জনগণের পাশে থাকবো। মানুষের প্রতি ভালবাসা থাকার কারণে সকল কিছু তুচ্ছ করে সাহস নিয়ে কমিশনার প্রার্র্থী হয়েছি। কারও প্রতি আমার হিংসা নেই। সবাইকে নিয়েই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।