শ্রীনগরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মো. আজাহারকে গণসংবর্ধণা দিয়েছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ২টায় উপজেলার কোলাপাড়া ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে উপজেলার কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে তাকে এই সংবর্ধণা দেয়া হয়।এ সময় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধণা জানান নেতাকর্মীরা। একই সময় অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের ১৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এতে অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমতের সভাপতিত্বে কোলাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেছারুল্লাহ সুজনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহামিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট সালমা হাই টুনি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরুল্লাহ বশির, মুক্তিযোদ্ধা সামসুজ্জামান বাবুল, মুক্তিযোদ্ধা ফকরুল আলম রতনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ,শ্যামুপুর, খিলগাও ও কদমতলী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।