বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা ও মাওলানা ভাসানী অনুসারি পরিষদের সাবেক কেন্দ্রীয় সংগঠক কালীগঞ্জ ( ঝিনাইদহে) আজীবন সংগ্রামী নেতা কমরেড আ: সালামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১ টায় কালীগঞ্জ হাট চাঁদনী সমিতির কার্যালয়ে কালীগঞ্জ মাওলানা ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা ভাষানী পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান রিজু। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, ওয়ার্কার্স পার্টির উপজেলা নেতা ডা: আ: কুদ্দুস, জয়দেব কুমার দাশ, বাহার আলী, প্রভাষক বিপ্লব বিষনু, কালীগঞ্জ পানচাষী সমিতির সাধারন সম্পাদক জাহীদুল ইসলাম, মহেশ্বর চাঁদার কৃষি নেতা মর্জিনা বেগম, হেলাল উদ্দিন, মরহুম নেতার ভাগ্নে মাষ্টার শাহীনুর রহমান ও পুত্র রাজন মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন অনুসারী পরিষদের নেতা গোলাম মোস্তফা।
সভায় নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে মরহুম নেতার জীবন সংগ্রাম অনুসরণ ও মাওলানা ভাষানীর ছায়াতলে বাম ঐক্য গড়ে তোলার আহবান জানান।