ময়মনসিংহের গফরগাঁওয়ে মানবতার সংগঠন ‘বিডি আর্তসেবা ফাউন্ডেশনের শনিবার দুই শতাধিক অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচূড়া উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন।
এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক আহমেদ ফাইজুস সালেহীন, বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন সফা, বিডি আর্তসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ আহসান, সহ-সভাপতি আবদুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ আবিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।