যশোরের কেশবপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে শুক্রবার বিকেলে কেশবপুর-মণিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ কমিটি গঠন করা হয়েছে।
প্রিন্টিং ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেশবপুরের অংকুর প্রিন্টার্সের পরিচালক বেলাল হোসেনের সভাপতিত্বে এবং মণিরামপুরের আশা আর্ট ও ডিজিটাল সাইনের পরিচালক এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অসিত মল্লিক, মফিজুল ইসলাম, অমিত সরকার ,আরজান আলী, শেখ বাবুল হোসেন, নাজমুল হোসেন প্রমূখ। বেলাল হোসেনকে সভাপতি ও অসিত মল্লিককে সাধারণ স¤পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয়।