মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সারে ৪ টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও কাজী কমিইউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাগ্যকুলের কামারগাঁও খান বাড়ি পরিবারের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন খান, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুবক্কর খান মিলন,সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল,ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, বিশিষ্ট শিল্পপতি তানভির ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি সদস্য রতনশাহ্, ইউপি সদস্য বাবু, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জনেটসহ বিভিন্ন ব্যক্তি বর্গ। আলোচনা সভা শেষে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও খান বাড়ির বড় ছেলে সিরাজুল ইসলাম সূর্য খান আগামী ইউপি নির্বাচনে ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার ছোট ভাই শহিদুল ইসলাম একুল খানের নাম ঘোষনা করেন।