কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দঃ ইউপির চাটিতলা সমাজসেবা ও রক্তদান সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন কেক কাটার মাধ্যমে বৃহস্পতিবার চাটিতলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আদ্রা দঃ ইউপি চেয়ারম্যান আবদুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইঁয়া, আদ্রা উ: ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সোনামুড়ী থানার কর্মকর্তা ইনচার্জ গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল রাজ্জাক সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জামাল উদ্দিন মেম্বার। অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান কারীদের মাঝে অতিথি বৃন্দ মেডেল প্রদান করেন।