খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিস্টমাস) আজ, ২৫ ডিসেম্বর। দুই হাজারেরও বেশি বছর আগে এই শুভদিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিলো যিশুর। খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটে।
আর অন্যান্য দেশের ন্যায় রাঙ্গামাটিতেও খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছেন। বড় দিন উপলক্ষে বাড়িঘর নানা রঙের আলোয় সাজিয়েছেন তারা। তবে করোনা পরিস্থিতির কালে আগেরবারের মতো এবার উৎসব পালন করা সম্ভব হচ্ছে না। এবার স্বল্প পরিসরের এই উৎসব পালন করছেন খ্রিস্ট ধর্মালম্বীরা।
বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। পাহাড়ী জনপদ রাঙ্গামাটির খ্রীস্টান ধর্মালম্বীদের মধ্যে চলছে নানা আয়োজন। বড়দিন উপলক্ষে গীর্জাগুলো আর্কষনীয় করে নানান রঙে সাজাঁনো হয়েছে। পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতেও চলছে বড়দিনের নানা আয়োজন। তবে করোনার পরিস্থিতির কারণে এবার সল্প পরিসরে বড়দিন উদযাপন করছে পাহাড়ের খ্রীস্টান ধর্মালম্বীরা।
রাঙ্গামাটি শহরসহ জেলায় বিভিন্ন স্থানে খ্রীস্টান পল্লী রয়েছে। শহরের আসামবস্তি, নতুনবস্তি, বন্ধু যীশুটিলা, রির্জাভমুখসহ বিলাইছড়ি, নানিয়ারচর, জুরাছড়ি বাঘাইছড়ি, বরকল, কাপ্তাই চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখো পাড়ায় বসবাসরত খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ গীর্জায় প্রার্থনা করে দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিবেশ ও করোনার পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমন প্রার্থনা করছে সকলে।
উল্লেখ্য, যিশুর জন্মের বহু বছর পর থেকে খ্রিস্টানরা এ দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করতে শুরু করেন। ৪৪০ সালে পোপ এ দিবসকে স্বীকৃতি দেন। তবে উৎসবটি জনপ্রিয়তা পায় মধ্যযুগে। সে সময় এর নাম হয় ‘ক্রিসমাস ডে’। বিশ্বের অধিকাংশ দেশেই ক্রিসমাস দিবস সরকারি ছুটির দিন।