লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপি চেয়ারম্যান ও করপাড়া ইউপি আ.লীগের সভাপতি মজিবুল হক মজিবের বিরুদ্ধে স্বার্থন্বেষী মহল অপপ্রচার চালিয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জনবিছিন্ন এক প্রার্থী পরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজবুকে ফ্যাক আইডি খুলে চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপুর্ন প্রচারনা চালাচ্ছে।
করপাড়া ইউনিয়নবাসী শাহ আলম,আব্দুল মতিনসহ কয়েকজন শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন,এক সময়ের সন্ত্রাসী জনপদ নামে খ্যাত করপাড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান শান্তির জনপদ তৈরী করেছে। টানা ১৫ বছর আ.লীগের সভাপতি এবং টানা দুই বার ইউপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মজিবুল হক মজিব দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে উন্নয়নের গনজোয়ার সৃষ্টির পাশাপাশি শান্তির জনপদে পরিনত করে। এতে মজিবুল হক মজিব শুধু করপাড়া ইউনিয়নবাসীর আস্থাভাজন হয়ে উঠে তা নয়,উপজেলা এমনকি লক্ষ্মীপুর জেলাতে আলোচিত চেয়ারম্যান হিসেবে সম্মান অর্জন করে। এলাকাবাসী আবুল হোসেন বলেন,২০১৬ সালের নির্বাচনের পুর্বে একই ব্যক্তি একই ফ্যাক আইডি দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার করে। ঠিক আগামী নির্বাচনকে সামনে রেখে স্বার্থান্বেষী ব্যক্তি রামগঞ্জ নিউজ ও করপাড়া নিউজ নামে দুইটি ফ্যাক আইডি থেকে কুৎসারটাচ্ছে। এ ব্যাপারে করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন,রাজপথের একজন মজিব আদর্শেও সৈনিক বাবুল। সেই দুস্কৃতকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার রাজনীতিক শত্রুরা তার পরিবারকে নিয়ে কুরুচিপুর্ন প্রচারনা করছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার দেওয়ায় প্রতিবাদ দলীয় নেতা-কর্মী ও সমর্থরা এবং যারা করপাড়াকে শান্তির জনপদ হিসেবে দেখতে চায়,তারা ওই প্রতিবাদ টাইমলাইনে প্রচার করছে।