২৪ডিসেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রামে সামাজিক বনায়নের আওতায় সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন স্বপ্নকুড়ি রিসোর্স সেন্টারে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহকারি বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ইকবাল হুমাইন খান, কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট রেল স্ট্রিপ লাইনে ৪ কিলোমিটার লটের বিক্রিত লভ্যাংশের ১০ লাখ ৩ হাজার ৬২৭ টাকার চেক বিতরণ করা হয়। এরমধ্যে ২৩জন উপকারভোগীকে ৯ লক্ষ ১৯ হাজার ৯৯২টাকা ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদকে ৮৩হাজার ৬৩৫টাকার চেক বিতরণ করা হয়।