খুলনার পাইকগাছায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘন্টা না হতেই তা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বুধবার এ সংক্রান্তে এক চিঠি প্রেরণ করেছে কেন্দ্র। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত ঐ পত্রে জানানো হয় যে, বর্তমানে কোনো কমিটি বিলুপ্ত করা বা নতুন কমিটি গঠন করা যাবে না। ঘটনায় পাইকগাছায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি প্রকাশের ২৪ ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত বাতিলের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশে হতচকিত নেতাকর্মীরা। এদিকে উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত বললেন, ক্রুটি বিচ্যুতি সংশোধন করা হবে। পৌরসভার সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ বলেন, কমিটিতে জামায়াত বিএনপি'র লোকদের সদস্য করায় আমি বিষ্মিত হয়েছি। আমি এটা বর্জন করছি। তবে যুবনেতা এমএম আজিজুল হাকিম জানায়, প্রকৃত রাজ পথের কর্মীদের মূল্যায়ন করা হয়েছে।