খুলনার পাইকগাছায় সাংবাদিক মিন্টুকে প্রকাশ্যে হুমকি, অস্ত্রের ভয় দেখানো আরো আস্ফালন কেউ তাকে কিছু করতে পারবে না। দফায় দফায় জবর দখল। বৃহস্পতিবার পুণঃরায় জবর দখল চালায় আজিম বাহিনী। বুধবার সাংবাদিক’র বাড়ির জায়গা দখল করতে আসে ভূমিদস্যু অভিজিত ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী আজিম বাহিনী। এমন খবরে পেশাগত দায়িত্ব পালনে বাহির থেকে ছুটে আসেন দৈনিক ভোরের পাতা, দা ডেইলি পিপুল’স টাইম ও বার্তাসংস্থা ফোকাস বাংলা প্রতিনিধি মহানন্দ অদিকারী মিন্টু। জায়গা দখলের ছবি তুলতে গেলে ভূমিদস্যু অভিজিত ও আজিম অশ্লীল ভাষা এবং হুমকি দেয় এবং ক্যামেরা ফোন কেড়ে নিতে যায়। কে এ অঅজিম? সম্পত্তি জবর দখল থেকে বাঁচতে সাংবাদিক পিতা বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ১ নভেম্বর নিষেধাজ্ঞার মামলা করেন, যার নং-২৮৫/২০। মামলায় আর্দেশ প্রাপ্ত হয়ে ভূমিদস্যু অভিজিতগং জবর দখল অব্যাহত রাখে। জবর দখল ও হুমকি অব্যাহত থাকায় গত ৭ নভেম্বর পাইকগাছা থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরী করেন সাংবাদিক কাকা, যার নং-৩৫০। স্থানীয় কপিলমুনি ফাঁড়ি পুলিশে এএসআই আবদুল হালিম দায়িত্ব প্রাপ্ত হয়ে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উভয়পক্ষকে শান্তি শৃংখা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ সাংবাদিক মিন্টু পেশাগত দায়িত্ব পালনে বাহিরে থাকায় অভিজিত ও তার ভাড়িাটিয়া সন্ত্রাসী আজিম বাহিনী দফায় দফায় জবর দখল চেষ্টা করছে। এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এজাজ শফীকে বুধবার অবগত করেন সাংবাদিক মিন্টু। বহিরাগত আজিম বাহিনী সম্পর্কে খোঁজ নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক পরিবার। উল্লেখ কাগজপত্র দৃষ্টে দেখাযায়, সাংবাদিক পিতামহ মৃত ননীবালা অধিকারী অভিজিত সাধু পূর্বাধিকারী কুঞ্জুবিহারী সাধু’র নিকট হইতে ২৬.১২.১৯৫৬ সালে ২৫৬৫নং রেজিষ্ট্রকৃত কবলা দলিল মূলে খরিদ করেন। ননীবালা অধিকারী খরিদকৃত সম্পত্তিতে শান্তিপূর্ণ ভোগদখলে থাকা অবস্থায় বিগত এস এ জরিপে প্রকৃত ভোগদখল দৃষ্টে ননীবালা খরিদকৃত সম্পত্তি কুঞ্জুবিহারী সাধু সহিত যথারীতি রেকর্ড প্রস্তুত হইয়া ওই খতিয়ান প্রকাশিত হয়। এসএ খতিয়ানে ১.৫৫একর সম্পত্তির মধ্যে ননীবালা অধিকারী ০.৩৩একর সম্পত্তিতে ভোগদখলকার থাকা কালে ৪(চার) পুত্র ওয়ারেশ রাখিয়া মৃত্যুবরণ করেন। বর্তমানে সাংবাদিক’র ৪জন বাবা-চাচা ভোগদখল দৃষ্টে জরীপ কর্মকর্তা ওই সম্পত্তি ডিপি ৪১৬নং খতিয়ানে যথারীতি বিআরএস রেকর্ডও প্রস্তুত করেন। এমনকি ক্রয় পরবর্তী সন সন সরকারী কর খাজনাদি প্রদান করিয়া যথারীতি দাখিলা গ্রহণ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসিতেছেন। বর্তমানে চলমান বাংলা ১৪২৭ সাল পর্যন্ত খাজনাদি পরিশোধ। কিন্তু ওই সম্পত্তিতে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলকার থাকলেও অভিজিত সাধুগং প্রায় ৭০বছর পূবৈ ক্রয়কৃত রেকডীও ভোগদখলীয় সম্পত্তিতে দাঙ্গা হাঙ্গমা ও ত্রাসসৃষ্টি করে জোর পূর্বক প্রবেশ করার চেষ্ঠা করছে।