দিঘলিয়া ওয়াইএমএ ক্লাব আয়োজিত এবং দিঘলিয়া ক্রীড়া একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিঘলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় শেখ আবদুল বারী স্মৃতি একাদশ এবং কেকেবি ওয়ারিয়র্স জয়ী হয়।
দিনের প্রথম খেলায় শেখ আবদুল বারী স্মৃতি একাদশ গাজী থাই এলুমিনিয়ামের মুখমুখি হয়। খেলায় শেখ আবদুল বারী স্মৃতি একাদশ তিন রানে জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তপু রহমান। তপু রহমানের হাতের পরে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও প্রইজমানি তুলে দেন খুলনা জেলা পরিষদ সদস্য ও দিঘলিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন।এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম ও কেএম আসাদুজ্জামান। দিনের অপর খেলায় সুপার ইলেভেন এর সাথে সাত রানে জয়ী কেকেবি ওয়ারিয়র্স। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রনির হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন মামুন রেজা অপু এবং মিঠুন।দাশ।