বিকেল হলেই সাহিত্য প্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠত লাইব্রেরীর আঙ্গীনা। যে লাইব্রেরীতে সাহিত্য-সংস্কৃতি চর্চা হতো। বই পড়ে সাহিত্য প্রেমিদের অনুভূতির ভুবন জেগে উঠতো। অথচ সময়ের ব্যবধানে হারিয়ে গেছে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাবলিক লাইব্রেরীর সেই জৌলুস। দেশ-বিদেশের বিখ্যাত লেখকের লেখা ইতিহাস-ঐতিহ্য, উপন্যাস, কাব্যগ্রন্থ, গবেষণাধর্মী প্রায় দু’হাজার বইয়ের সমৃদ্ধ ছিলো এ লাইব্রেরী। চরম অযতেœ-অবহেলায় এক সময়ের সমৃদ্ধশালী এ লাইব্রেরী আজ পরিত্যক্ত হয়ে ভাগাড়ে পরিনত হয়েছে। প্রায় মুছে যাওয়া সাইনবোর্ডটাই কোন রকম লাইব্রেরীর অস্থিত্ত্ব জানান দিচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঝাঁপা ইউনিয়ন পরিষদের তহশিল অফিসের পাশেই ভাঙ্গা দরজায় তালাবদ্ধ এ লাইব্রেরী অযতেœ-অবহেলায় পড়ে আছে। পলেস্তারা খসে পড়া ভবনের টিনের চাল থাকলেও তাতে টিন নেই। জানালা গুলি উইপোকায় খেয়ে ফেলেছে। লাইব্রেরীর এক পাশে পরিবার নিয়ে বসবাস করেন তহশিল অফিসের ঝাড়-দার বয়োবৃদ্ধ ইমরান হোসেন।
লাইব্রেরীর প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ইকবার কবীর জানান, এলাকার গুণীজনদের নিয়ে ডিসি অফিসের রাজস্ব বিভাগ থেকে অনুমতি নিয়ে কেভিডি (খুলনা উন্নয়ন বোর্ড)-এর দুইটি কক্ষে ১৯৮৯ সালে (বাংলা ১৩৯৬ সাল) এ লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালকীন সভাপতি ছিলেন চন্ডীপুর গ্রামের ড. আবদুস সাত্তার (সাবেক ভিসি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়), সাধারন সম্পাদক হানুয়ার গ্রামের আতিয়ার রহমান (সাবেক নাজির, যশোর ডিসি অফিস)।
এছাড়া মোবারকপুর গ্রামের ডাঃ মৃণাল কান্তি দাস (বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের কসমেটিক সার্জারি) সাবেক ইউপি চেয়ারম্যান মৃত. নওশের আলী, আসাদুজ্জামান রয়েল, রাজগঞ্জ কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, প্রয়াত হাফিজুর রহমান দুলু, ব্যাংকার মোস্তাফিজুর রহমান কাবুল, পরিমল সাধু, নির্মল সাধুসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আজ অনেকেই বেঁচে নেই। যার উপদেষ্টা ছিলেন প্রয়াত এমপি অ্যাডভোকেট খান টিপু সুলতান, অমাল কুমারসহ কয়েকজন। বর্তমানে লাইব্রেরী পুনরুজ্জীবিত করতে আলোচনা চলছে। তবে, সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ফের লাইব্রেরীটির প্রাণ ফিরে পেতো এলাকাবাসী মনে করেন।