জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সকল গৃহহীন মানুষের নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর দিতে বদ্ধ পরিকর খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের বৃহৎ কর্মসূচীর অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি গৃহহীন পরিবারের মধ্যে পাইকগাছা উপজেলায় ৫১৭ টি গৃহহীন পরিবারকে শনাক্ত ও তাদের সকলকে ঘর বরাদ্দের অনুমতি হয়েছে। প্রথম পর্যায়ে যার ২২০ টি পরিবারকে ঘর প্রদান করা হবে।
প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়নে কাজ করছে পাইকগাছা উপজেলা প্রশাসন। প্রতিদিন নানা কর্মব্যস্ততার মাঝেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন সরকারি বাসযোগ্য স্থান ও গৃহ নির্মাণে। প্রথম থেকে মানবিকতার সাথে কাজ করে চলা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এ-দুই তরুণ কর্মকর্তা কাজ করছেন একেবারে নিজের মত করে।
প্রকল্পে কর্মীরা কোথাও বাঁধাগ্রস্থ হলেই ছুটে চলেছেন তারা। এ সময় কখনো কখনো তাদের নিজেদেরকেও সার্ভেয়ারদের ফিতা, খুঁটি কিংবা শ্রমিকদের সাথে উপকরণ সরবরাহের কাজ করতে দেখা যায়। গৃহহীন জন্য ঘর, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এমন আন্তরিকতায় বিভিন্ন এলাকায় প্রশাসংশিত হচ্ছেন তারা। ২২ ডিসেম্বর মঙ্গলবার। পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী কপিলমুনির কাশিমনগর কপোতাক্ষ তীরবর্তী গৃহনির্মাণের ভূমি জরিপ ও মাটি ভরাটের কাজ চলছিল।
উপজেলা সার্ভেয়ার মোঃ কওছার এ সময় বলেন, গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পে উপজেলা প্রশাসনের নির্দেশে তারা সার্বক্ষণিক জরিপকাজ পরিচালনা করছেন। এতে জায়গার অভাব হবেনা। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলম জানান, পাইকগাছায় সর্বোচ্চ ৫১৭ টি ঘরের বরাদ্দ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে যার ২২০টি ঘর প্রস্তুত করতে তারা সর্বাতœকভাবে কাজ করছেন।
সর্বশেষ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকারের মহতি প্রকল্পের হাত ধরে উপজেলার সর্বস্তরের গৃহহীনরাও স্বপ্ন দেখছেন নতুন ঘরের। যারা এতদিন পথে-প্রান্তরে, পরের জমিতে খুপড়ি কিংবা ভাড়া বাসায় বসবাস করতেন তারা, নতুন ঘরের গন্ধ ও অনুভূতি খুঁজছেন প্রকল্পের উপর ভর করে।