শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সারে ১০ টায় ইউনিয়নের সমষপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এম মাহাবুব উল্লাহ কিসমত ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী গোপিনাথ। তারা আগের কমিটিতেও সভাপতি,সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মোঃ লুৎফর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া। কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শ্রী গোপি নাথের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমতের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, অ্যাডভোকেট আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাসুদ খান বাবু,বিশিষ্ট শিল্পপতি গোলাপ খান খোকন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস জীবন, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুন্নবী,অন্ত প্রমুখ।