পঞ্চগড়ের বোদায় ঘোড়ার মাংস বিক্রি করার সময় সানাউল্লাহ(৩০) ও আজিজুল ইসলাম (৩৫) কে আটক করেছে বোদা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাজলদিঘা কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে। স্থানীয় জনতা গরুর মাংসের সাথে ঘোড়ার মাংস বিক্রি করতে দেখলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ২জন যুবককে আটক করে। ঘোড়ার মাংসগুলো উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়। আটককৃত সানাউল্লাহ মৌলভীাপাড়া গ্রামের করিম মুন্সির ছেলে এবং আজিজুল ইসলাম কৈকুড়ী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। এ ব্যাপারে বোদা থানায় কর্মকর্তা ইনচার্জ মোঃ আবু সায়েম চৌধুরী জানান, ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ২ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।