জাতীয় হাম রূবেলা ক্যাম্পেইন বিষয়ে সরাইলে এডভোকেসী সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচও ডা: নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। আবাসিক চিকিৎসক আনাস ইবনে মালেকেরে সঞ্চালনায় অনুষ্ঠিত এডভোকেসী সভায় উপস্থিত ছিলেন- মেডিকেল কর্মকর্তা ডা: নাঈমা চৌধুরী, ডা: শামীমা ইয়াছমিন, সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরূল ইসলাম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ বদর উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল ও উপজেলা কৃষকলীগের সভাপতি সাংবাদিক মো. শফিকুর রহমান। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতাল ছাড়াও সরাইলের ৯টি ইউনিয়নে ৬৪৮টি কেন্দ্রে গত ১৯ ডিসেম্বর থেকে হাম রূবেলার টিকাদান কর্মসূচি চলছে। চলবে ২০২১ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও ২৭টি আউটরীচ, ৯টি অতিরিক্ত ও ১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন স্বাস্থ্য সহকারি বা এফ ডব্লিউ এ ও দুইজন স্বোচ্ছাসেবক কাজ করছেন। লক্ষ্যমাত্রা হচ্ছে ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সের শিশু ৪৬ হাজার ৪৯৭ জন আর ৫-১০ বছরের কম বয়সের শিশু ৫২ হাজার ৬৮০ জন। সরাইল উপজেলায় মোট লক্ষ্যমাত্রা হচ্ছে ৯৯ হাজার ১৭৭ জন। ডা. আনাস ইবনে মালেক সকলের উদ্যেশ্যে টিকার উপকারিতা ব্যাখ্যা করে বলেন, কোন শিশুই যেন জটিল রোগ প্রতিরোধক ওই টিকা থেকে বাদ না পড়ে সেই লক্ষে সমাজের সকলকে কাজ করতে হবে। দীর্ঘ সময় ধরে চলবে একাজ। আমরা প্রত্যেকে আশপাশের পরিবারের শিশুদের এই টিকা নেওয়ার জন্য উদ্ভুদ্ধ করব।