সরাইলে সেঁতু থেকে তিতাস নদীতে পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নদীতে ডুবে যাওয়ার ৫ ঘন্টা পর উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম হেলাল মিয়া (৩২)। বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের শিরূ মিয়ার ছেলে সে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর তিতাস নদীর সেঁতু থেকে নদীতে পড়ে যায় হেলাল। পুলিশ, জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহবাজপুর এলাকায় তিতাস নদীর উপরে নির্মিত ব্রীজের পশ্চিম পাশ থেকে হঠাৎ করে এক ব্যক্তি নদীতে পড়ে যায়। পানির নীচে তলিয়ে যাওয়ার পর আর ভেসে ওঠেনি। জেলেরা খোঁজাখুঁজি করে ওই ব্যক্তির সন্ধান পায়নি। বিষয়টি জানাজানি হলে সরাইল থেকে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। তারা নৌকার সাহায্যে জাল ফেলে অনেক চেষ্টা করে লোকটিকে উদ্ধার করতে পারেননি। বিকেল ৫ টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারূন-অর-রশিদের নেতৃত্বে একটি ডুবুরি দল ওই লোকটির লাশ নদী থেকে উদ্ধার করেন। রাতে সরাইল থানায় ছুটে আসেন নিহতের স্বজনরা। তারা হেলালের লাশ সনাক্ত করেন। হেলালের পারিবারিক সূত্র জানায়, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সে। এক বছর আগে পার্শ্ববর্তী কেনা গ্রামে বিয়ে করেছিল। তার রয়েছে ৩ মাস বয়সের একটি পুত্র সন্তান। ছোট বয়সে হেলালের টাইফয়েড জ¦র হয়েছিল। ফলে স্বাচ্ছন্দে পা ফেলে হাটতে পারত না। জেলা শহরের মেড্ডায় গাড়ির চাকা মেরামতের দোকান ছিল তার। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুর বাড়ি কেনা থেকে জেলা শহরের যাওয়ার কথা বলে বের হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত আর দোকান ও বাড়ি কোথাও ফিরে যায়নি। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান বলেন, নিহত হেলালের পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনের সম্মিলিত সম্মতিতে কোন ধরণের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।