ফেনীতে সরকারী ২০ শতক জায়গা দখল মুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার দাউদপুল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন সদর ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলো। অভিযানে পাগলিছড়া খালের পাশে ১২শতক খাস খতিয়ানের জায়গায় গড়ে উঠা অবৈধ ৩০টি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
প্রশাসনের দাবী, রাতের আধাঁরে অবৈধ ঘরগুলো নির্মান করেছে ভুমিদ্স্যুরা। তারা এসবে দোকান ও অফিস ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমন খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তারা।