চট্টগ্রামের আকবরশাহ এলাকায় শীর্ষ সন্ত্রাসী রাসেলের হুমকিতে এক ওষুধ ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছেন। ওই সন্ত্রাসীর বিরুদ্ধে গত ২৫/১২/২০২০ইং চট্টগ্রামের বিজ্ঞ আদালত ৫ বছরের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদ-ে দন্ডিত করেছেন। রাসেলের সাজা হলেও পুলিশ তাকে আজও গ্রেপ্তার করতে পারেন নি। গুঞ্জন উঠেছে- যে কোন সময় বিমান বন্দর কিংবা বেলাপোল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওই সন্ত্রাসী রাসেল। এছাড়াও এলাকায় সন্ত্রাসী রাসেলের বিরুদ্ধে ভূমি দখল, নারী এবং ইয়াবা ব্যবসার বহু অভিযোগ রয়েছে।
আদালত এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, কয়েক বছর আগে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় ‘কে মেডিকো’ নামীয় ওষুধ দোকানের মালিক প্রশন কুমার শীলের নিকটবর্তী নুর টেইলার্সের মালিক ও শীর্ষ সন্ত্রাসী মো. রাসেলের সঙ্গে ব্যবসায়িক কারণে পরিচয় হয়। একপর্যায়ে প্রলোভনে পড়ে সহজ সরল ব্যবসায়ী প্রশন কুমার শীল বিভিন্ন সময় কাগজপত্রের মাধ্যমে রাসেল প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়। সম্পত্তি দেওয়ার নাম করে কয়েক দফায় এই টাকা আত্মসাৎ করেন রাসেল। কিন্তু শেষ মেষ জমি না দিয়ে উল্টো হুমকি দেওয়া হয় প্রশন কুমার শীলকে। পরবর্তীতে ওই টাকা ফেরত চাইলে সন্ত্রাসী রাসেল তাঁর সাঙ্গপাঙ্গ দিয়ে প্রশন কুমার শীলকে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে টাকা আদায়ে বার বার ব্যর্থ হয়ে প্রশন কুমার শীল নগরীর আকবরশাহ থানায় মামলা করেন (মামলা নম্বর: সি.আর ৯৫/২০১৮)। পরবর্তীতে দন্ডবিধির ৪০৬/৪২০ ধারামতে এই মামলার চার্জ গঠন করা হয়। গত ২৫/১২/২০২০ইং চট্টগ্রাম মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট এর ২য় আদালতের বিজ্ঞ বিচারক হোসেন মোহাম্মদ রেজা মামলার রায় প্রদান করেন। এই মামলার রায়ে রাসেলকে ৫ বছরের সশ্রম কারাদ- এবং ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদ-ে দন্ডিত করা হয়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস. এম হেলাল। এতে বাদীপক্ষের স্বাক্ষী ছিলেন তিনজন। শীর্ষ সন্ত্রাসী রাসেল চট্টগ্রামের বোয়ালখালীর চরণ দ্বীপের ডা. এজহারুন হকের বাড়ীর আবু সেলিমের ছেলে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসী রাসেল আরো ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী প্রশন শীলকে হুমকি দিচ্ছেন। ওদিকে এলাকায় গুঞ্জন উঠেছে- যে কোন বিমান বন্দর দিয়ে রাসেল দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। রাসেলকে গ্রেপ্তার করতে বুধবার সকালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর ও বেনাপোল বন্দর ইনচার্জ বরাবরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট মামলা এবং রায়ের কাগজপত্র প্রেরণ করেছেন ব্যবসায়ী প্রশন শীল। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী রাসেল আকবরশাহ এলাকায় পালিয়ে থেকেও আমাকে হুমকি দিচ্ছেন। তার সাথে কিছু প্রভাবশালীর বন্ধুত্ব রয়েছে। তাকে পুলিশ দ্রুত আটক করবেন বলে আমি প্রশাসনের নিকট আশাবাদী। আপনারাও সত্য ঘটনাটি লিখুন।