এনজিও কার্যক্রম বন্ধ ও আন্দোলনরত শ্রমিকদের মজুরি কর্তন না করার শর্তে গত ১৬ ডিসেম্বর থেকে যশোর পৌরসভার শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় পৌরসভার মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-৩ হাবিবুর রহমান চাকলাদার মনির সঙ্গে আলোচনা হয়। এতে সৃষ্ট সংকট নিরসন না হওয়া পর্যন্ত এনজিও কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া আন্দোলনের কারণে ১৬ ডিসেম্বর থেকে গত পাঁচ দিনের অনুপস্থিতিজনিত কোনো মজুরি কাটা হবে না মর্মে সমঝোতা হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
ওই সময় পৌরসভার সচিব, ইঞ্জিনিয়ার, পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের পক্ষে ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন, সহ-সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সম্পাদক হিরণলাল সরকার ও হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা বিষ্ণু হরিজন উপস্থিত ছিলেন।
এর আগে একটি মিছিল লালদীঘি পাড় থেকে রেলবাজারে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে আবার মিছিল সহকারে পৌরসভা কার্যালয়ে যায়।
রেলবাজারের পথসভায় বক্তব্য রাখেন হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা বিষ্ণু হরিজন ও ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কমল বিশ্বাস।
বর্জ্য সংগ্রহকারী ভ্যানচালক (বাঁশিওয়ালা) কাজে এনজিও তৎপরতা বন্ধ, পরিচ্ছন্নতা শ্রমিকদের প্রবিধানানুযায়ী মজুরি প্রদান, ছাঁটাই বন্ধ ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকরি না দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে পৌরসভা শ্রমিকরা ধারাবাহিকভাবে আন্দোলনসহ ১৬ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করেন।