খুলনার পাইকগাছা উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে স্বাস্থ্যবিধি না মানায় মাস্ক বিহীন মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরাফাতুল আলমের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় পথচারী ও পরিবহন যাত্রীদের মাস্ক পরিধান পূর্বক চলাচলের জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাতুল আলম। তিনি মাস্ক পরিধান না করায় তাৎক্ষণিক মাস্ক কিনে তা পরিধানের তাগিদ দেন। এর আগে তিনি কপিলমুনি বাজারের বিভিন্ন জায়গার সমস্যা ঘুরে দেখেন।