খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু ও তার পরিবারকে সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ায় যুবলীগনেতার বিরুদ্ধে আদালতে ২টি পৃথক মামলা হয়েছে। মামলা ২টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই-তে পাঠিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ ডিসেম্বর উপজেলার কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উক্ত জনসভায় মন্ত্রীর আগমনের পূর্বে বক্তব্যকালে উপজেলা যুবলীগনেতা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত গাজী রফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক রাজু বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। বক্তব্য কালে তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট কিছু বিপদগামী সৈনিক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। এ বক্তব্যের প্রতিবাদে বক্তা আব্দুর রাজ্জাক রাজু’র শাস্তির দাবীতে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন হয়েছে। এ কারণে গত ১৭ ডিসেম্বর রাজু ও ২০/২৫জন লোক নিয়ে লিটন সরদার নামে এক যুবককে মারপিট করে। এসব বিষয় নিয়ে লিটন সরদার বাদী হয়ে রাজু’র বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩/১২৩(ক)/৫০০/৫০৬(২) ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই-তে পাঠিয়েছে। মামলা নং সি, আর ৮১৯/২০২০। একই ঘটনায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ সালাম উল্লাহ ১২৩(ক) ও ৫০০ ধারায় একই আদালতে আরো ১টি মামলা করেছে। মামলা নং সি আর ৮২০/২০।
মামলার আইনজীবী অ্যাড. জি.এম. আমজাদ হোসেন ও শেখ তৈয়ব হোসেন নূর বলেন, মঙ্গলবার মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই-তে পাঠিয়েছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজু বলেন, অসাবধানতা বশতঃ এ বক্তব্যটি হয়েছে।