অবৈধভাবে পরিচালনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম করার অপরাধে রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার দুপুরে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা এই র্যাবের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, র্যাব-১৩, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে পীরগঞ্জের চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পীরগঞ্জের অনিক ট্রেডার্স, আরএসবি ব্রিকস, এসএমএস ব্রিকস, এইচএনবি ব্রিকসকে ৮ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। এ ছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করে দেয়া হয়। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকেব।