বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা এবং বিভাগ পরিবর্তনের দাবিতে মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী। পরে তারা বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন কোভিড-১৯ পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও তাতে বিভাগ পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। এ কারণে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কেউ অন্য বিভাগের বিষয়ে ভর্তি হতে পারবে না। এতে শিক্ষার্থীরা ভর্তির বিষয় নিয়ে জটিলতায় পড়বেন। আন্দোলনকারীরা গুচ্ছ পদ্ধতির সাথে পূর্বের ন্যায় বিভাগ পরিবর্তনের সুযোগ রাখার দাবি জানান। দাবি না মানলে আমরণ অনশনের হুমকি দেন শিক্ষার্থীরা।