উন্নয়নের পথে বাধা বিপত্তি থাকবে, প্রাচীর থাকবে, সকল অতিক্রম করে পথ চলতে হবে। জুলমকারী, চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক থাকবে না। এগিয়ে গেছে শেখ হাসিনার বাংলাদেশ, এগিয়ে যাবে হোমনা-তিতাস। কুমিল্লার হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী গতকাল মঙ্গলবার হোমনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংসদ আরও বলেন যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা; তাদের কী জবাব দিব আমরা। আমরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুস্থ সুন্দর সমাজ গঠন করে এর জবাব দিব। রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষায় উন্নতি করে, রাজনীতে মুনাফা অর্জন সম্পর্কে তিনি বলেন, মেয়েরা নিশ্চিন্তে স্কুলে যাবে, একটি মেয়েও ইভটিজিংয়ের শিকার হবে না, কোনো চুরি-ডাকাতির ভয় না করে গরম কম্বল গায়ে দিয়ে মায়েরা যখন নিশ্চিন্তে ঘুমাবে, প্রবাসী ভাই-বোনেরা যখন বিদেশ থেকে কষ্টার্জিত অর্থ দেশে বাধাহীনভাবে বিনিয়োগ করতে পারবে, যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এক সঙ্গে কাজ করতে পারব- সেটাই হবে আমরা মুনাফা। মুজিব শতবার্ষিকীতে উন্নয়নের পথে একতাবদ্ধ হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করার ওয়াদাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রী-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন ও এম শাহাদাত হোসেন তসলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম খন্দকার, সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মোবারক হোসেন।