যশোরের অভয়নগর উপজেলায় তীব্র শীতে দুস্থ, গরীব ও অসহায় বিপর্যস্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন আ.লীগ নেতা। মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার তালতলা গ্রামের গরীব ও অসহায় দুইশ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। যে কম্বল পেয়ে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন। নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী সরদার মশিয়ার রহমান তাঁর নিজ উদ্যোগে এ কম্বল বিতরণ করেন। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরীব ও অসহায় শীতার্ত মানুষ খুঁজে তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানান। কম্বল বিতরণ অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।