রংপুরের পীরগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল মঙ্গলবার হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হাকিম সরদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খাঁন, প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সানোয়ার হোসেন প্রমুখ। সভায় হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক আল্ট্রসনোগ্রাম মেশিনের উদ্বোধন করা হয়।