সহকর্মীর অর্থ আত্মসাৎ ও মারধরের ঘটনায় জীবন বীমা কর্পোরেশন খুলনা নিউ মার্কেট শাখায় আলাউদ্দিন, ডি, এম, ইনচার্জ কে সাময়িক বরখাস্ত করেন গত ৮ ডিসেম্বর ২০২০ ইং তারিখ প্রতিষ্টানের ব্যবস্থাপনা প্ররিচালক মোঃ ওমর ফারুক। ঘটনায় বিবরণে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগের অন্ত নেই। গ্রাহকদের মিথ্যা তথ্য দিয়ে ব্যবসায়িক সাফল্য দেখালেও রয়েছে গ্রাহকদের নানা অভিযোগ। নগরীর প্রধান কার্যালয়ের ও সংশ্লিষ্ট সেল্স ও শাখাসমুহের অধিকাংশ কর্মকর্তা তার কর্মকা-ে অতিষ্ট, সহকর্মীরা তার বিরুদ্ধে বহুবার অভিযোগ দিয়েও সুরাহা করতে ব্যর্থ। প্রধান কার্যালয়ে পূর্বে কর্মরত জিল্লুর রহমান, আতিয়ার রহমান, রুহুল আমিন ও মাহমুদুল ইসলাম সহ অনেক বড় কর্মকর্তার বিরুদ্ধে আলাউদ্দীন মিথ্যা অভিযোগ দিয়ে প্রমাণ করতে ব্যর্থ হয়, শোকজ ও তিরস্কৃত হয় বহুবার। শোকজ ও তিরস্কৃত হয়েও ক্ষান্ত হয় নাই। এসকল কর্মকা-ে তাকে দীর্ঘ দিন ধরে সহযোগীতা করে আসছে তৎকালীন ম্যানেজার (উন্নয়ন) কেআরও, তৎকালীন ডিজিএম, ডিআরও এবং বর্তমান জিএম, ডিআরও আনোয়ার হোসেন, যা আলাউদ্দীনের বরখাস্ত হওয়া চিঠিতে পাওয়া যায়। তারই ক্ষমতা বলে দির্ঘদিন এ সকল অপর্কমের ক্ষমতা পায় বলে ও একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। তার বর্তমান দরখাস্ত হওয়া সর্বশেষ কর্মকা- জনাব মোরশেদুজ্জামান, ডিএম কে গত ২৩ আগস্ট, ২০১৯ ইং তারিখ অফিস টাইমে আলাউদ্দীন সহ অন্যান্য আরও দুইজন ডিও মতিউর রহমান ও কামরুল ইসলাম কে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে প্রধান কার্যালয়ে তুলে নিয়ে আসে। পথিমধ্যে নগদ টাকা, স্বর্ণালংকার নেয় ও মারধর করে। সে কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে ভয়ভীতি প্রদান করে। তাকে ঠেকাতে গিয়ে ৭৩ সেল্স ৯৪৭ শাখার অন্য আরেক ডিও সোহেলকেও ক্যাশ কাউন্টারের সামনে মারধর করে। ডিও সোহেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলে ডিএম মোরশেদুজ্জামান তার অপহরণ ও ভয়-ভীতি ও টাকা-পয়সা নেওয়ার সুবিচারের জন্য কোর্টে মামলা করেন। মামলা নং- ঈজ- ১৬৭/২০, মামলা চলমান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ সহকর্মী উর্মি নামে অন্য আরেক ডিও-৩। তার সাথে করে চরম প্রতারণা। তাকে নিয়োগ দিয়েও নিয়োগ পত্র হস্তান্তর না করে অবৈধ মৌখিক চুক্তিতে বেতন ধার্য্য করে তার প্রাপ্য বেতন কমিশন আলাউদ্দিন নিজেই চেকের পাতার মুড়িবইতে ও ভাউচারে নিজে স্বাক্ষর করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে। যা সুস্পষ্টভাবে বরখাস্তের চিঠিতে পাওয়া যায়। ওই ডিও-র এজেন্ট কমিশনের টাকা প্রতারক আলাউদ্দীনের বোন জেবুন্নেছা ও তার স্ত্রীর ভাই সফিকুল আলমের নামে নেওয়া হয়েছে বলে অফিস সুত্রে ও বরখাস্ত হওয়া চিঠিতে জানা যায়। তার কর্মকা- ও অর্থ আত্মসাৎ এর সুস্পষ্ট প্রমাণাদি কর্পোরেশনের কাছে গ্রহণযোগ্য হওয়ায় সরকারি কর্মচারী শৃংখলা ও আপিল বিধি মালা-২০১৮ এর ৩(খ) ও (ঘ) বিধি অনুযায়ী অভিযোগ গঠন ও কারণ দর্শনের নোটিশ এবং একই বিধিমালার ১২ নং বিধি অনুযায়ী তাৎক্ষনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয় ডিএম আলাউদ্দীনকে। সাময়িক বরখাস্ত হওয়ার পর তার কর্মকা-ে আরও তীব্রতর হয়ে ঘনীভূত অফিস নৈরাজ্যে রুপ নিচ্ছে বলে অফিস সূত্রে জানা যায়। সে নিজের দোষ ঢাকার জন্য এবং নিজের ক্ষমতার অপপ্রয়াস চালানোর জন্য যে দোষে নিজে বরখাস্ত সেই একই দোষ অন্যান্যের ঘাড়ে চাপিয়ে খুলনা রিজিওনাল অফিসের ডিজিএম সহ চার জনের বিরুদ্ধে একটি সিআর-........ মিথ্যা ভিত্তিহীন কাউন্টার মামলা করে বলে ভূক্তভোগীরা জানায়। যেখানে ডিজিএম কে সুচতুর প্রতারক সহ নানা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।এব্যাপারে খুলনা কেআরও, ডিজিএম গৌতম কুমার সাহা এর সাথে কথা বললে তিনি জানান, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমাকে মামলায় জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার মানহানি করে তার বিরুদ্ধে নানা বিধ অর্থ বাণিজ্যের প্রতারণার কথা বলে তার সম্মান ক্ষুন্ন করতে পায়তারা করেছে বলেও তিনি জানান। যার নির্দিষ্ট কনো তথ্য প্রমান নেই। সূত্রে আরও জানা যায়, সে বরখাস্ত হওয়ার পর কাউন্টার মামলা করে পত্রিকায় প্রকাশ করে জীবন বীমা কর্পোরেশন এর ভাব মুতি নষ্ট করছে। যে প্রতিষ্টান বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান। এমন অবস্থা চলতে থাকলে গ্রাহকরা এই প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে। ফলে অর্থনৈতিক দিক দিয়েও এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। এমন মহাপ্রতারকের হাত থেকে গ্রাহক ও প্রতিষ্ঠানকে রক্ষা করতে তাকে স্থায়ী ভাবে বরখাস্ত করলেই প্রতিষ্ঠানের মঙ্গল হবে বলে সূশীল সমাজের দাবী।
এব্যাপারে উন্নয়ন কর্মকর্তা ও উন্নয়ন ম্যানেজার জীবন বীমা কর্পোরেশন এর সর্বমহলের সাথে কথা বললে তারা জানান এই প্রতিষ্ঠান একমাত্র রাষ্ঠ্রয়াত্ব জীবন বীমা কর্পোরেশন যা বঙ্গবন্ধুর হতে গড়া প্রতিষ্ঠান, এখানে কোন অর্থ আত্মসাৎকারী ও প্রতারকের স্থান নেই। এই প্রতিষ্ঠানের ভাব মুর্তি নষ্ট করবে এমন কাউকে ক্ষমা করা হবে না। আলাউদ্দীনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলে তাকে স্থায়ী ভাবে বয়কট ও বরখাস্ত কামনা করে ঊর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।