কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবদুল মালেকের নির্বাচনী গণসংযোগ দাউদপুর ও চৌগুরী গ্রামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে চৌগুরী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম জাহাঙ্গির মজুমদারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবদুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, হাছান মেমোরিয়াল সরকারী কলেজ অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আক্তারুজ্জামান মজুমদার, মহিন উদ্দিন ভূঁইয়া, মহিলা কাউন্সিলর কাজল বেগম, ছালেহা বেগম, তোফায়েল হোসেন, মাওলানা আবদুল জাব্বার, আবদুল মতিন, যুবলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি শেখ রাসেল, মহিলা আ.লীগ নেত্রী কল্পনা আক্তার প্রমুখ।