যশোরের কেশবপুরের রাজনগরবাকাবর্শী গ্রামের ১৮ জন দরিদ্র উপকারভোগীদের মাঝে বাংলাদেশ এনজিওফাউন্ডেশন এর অর্থায়নে ও সমাধান এর বাস্তবায়নে মাচা পদ্ধতিতে ছাগল পালন কর্মসূচি প্রকল্পের আওতায় অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইাসলাম মুকুলের সভাপতিত্বে রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম.আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম।মোঃ মুনছুর আলীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাধানের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর বি,এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু,সমাধানের উপ-পরিচালক মোঃ শাহীনুর রহমান,সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান,শাখার ম্যানেজার শাহীন আলম।সভায় ১৮ জন দরিদ্র নারী উপকারভোগীদের মাঝে ছাগলের খামার তৈরী বাবদ নগদ জন প্রতি ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ ছাড়া খামার তৈরী শেষে সকল উপকারভোগীকে একদিনের একটি প্রশিক্ষণের পাশাপাশি ২ টি ছাগল ক্রয় বাবদ ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হবে।