যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারে অপারগতা প্রকাশ করায় মামলার আসামিরা মামলার বাদীর বসত বাড়ি ভাংচুর ও মারপিট করেছে। এ ঘটনায় থানায় মামলা করায় পুলিশ এজাহার নামিয় আসামি আলমগীর হোসেনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আবুল কাশেম সরদারের মেয়ে আমেনা খাতুনকে নির্যাতনের ঘটনায় গত ১১ নভেম্বর যশোর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয় যার নং-৬৩/২০। এ মামলা তুলে নিতে আসামি একই গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে আলমগীর হোসেন ও তার সহযোগি মৃত হাকিম সরদারের ছেলে ওজিয়ার রহমান, আবদুল মজিদ সরদার বিভিন্ন ভাবে বাদী আমেনা খাতুনকে হুমকি প্রদান করে আসছিল। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায় রোববার বাদীর বাড়িতে ঢুকে হামলা, মারপিট ও ভাংচুর করে আসামীরা। এ হামলায় বাদীর পিতা আবুল কাশেম সরদার (৫৪), দাদিমা রিজিয়া খাতুন(৬৫) ও ভাই সোহাগ হোসেন (২৬) আহত হয়। এদিন আমেনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় আলমগীর হোসেন, ওজিয়ার রহমান ও মজিদ সরদারকে আসামি করে মামলা করেন,যার নম্বর-১৬। পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি আলমগীর হোসেনকে আটক করেছে।
কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ জসীম উদ্দিন বলেন, থানায় মামলা হয়েছে। আটককৃত আসামি আলমগীর হোসনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।