কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ভেলামারী মৌজার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান সরকার পরিবারের ২.৪৫একর জমি জবর দখল করতে চায় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা। এ নিয়ে সোলায়মান সরকারের ছোট ভাই আবদুস সাত্তার বাদী হয়ে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৪৪ ধারা জারি করেছেন। তবুও বিপক্ষ পার্টি ক্ষমতার দাপট খাটিয়ে জমি জবর করতে চায়। এ ছাড়া থানায় মামলা দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারটিকে হেয় প্রতিপন্নসহ হয়রানির করার অভিযোগ উঠেছে।
অভিযোগে ও কোর্টের ১৪৪ ধারা মারফত জানা গেছে,নালিশী তপশীল বর্নিত এসএ ১ নং খতিয়ানের ১১৫২,১১৫৪,১১৫৫ ও ১১৫৬ যার আরএস খতিয়ান নং ৫২৮,আরএস দাগ নং-২০৪৭/২৬৬২ নং দাগের ২.৪৫ একর জমি সিএস রের্কডীয় মালিক সাঞ্জু দেওয়ানী ভোগ দখল করে খান।
তার মৃত্যু হলে তার ওয়ারিশ পুত্র মোহাম্মদ আলী ভোগদখল করতে থাকেন। এসএ রেকর্ড কালে মোহাম্মদ আলী দীর্ঘ দিন অসুস্থ থাকার কারণে ১নং খতিয়ানে চলে যায়। রেকর্ড ভুল,ভ্রান্তিমূলক ভিত্তিহীন হওয়ায় এবং প্রকৃত অবস্থায় বিপরীত হওয়ায় মোহাম্মদ আলী কুড়িগ্রাম মুন্সেফি আদালতে স্বত্ত্ব প্রচারনি ২১৪২/১৯৭৬ নং অন্য মোকদ্দমা রুজু করে,বিগত ০১/০৭/১৯৭৭ সালে ডিগ্রিপ্রাপ্ত হন।
স্থানীয় তহশীল অফিসে নিজ নামজারী করত:খাজনাদি দিয়ে ভোগদখল করতে থাকেন। যাহা পরবর্তীতে মোহাম্মদ আলী ২৬/০১/১৯৮৫ তারিখে ৪৮০ নং কবলা দলিল মূলে মুক্তিযোদ্ধা সোলায়মান সরকারের চাচা মোজাম্মেল হকের নিকট ২০৫.৫০একর জমি এবং একই তারিখে তার বাবা বশারত আলী সরকারের নিকট ৪৯০ নং দলিল মূলে ২০৫.৫০একর জমি বিক্রি করেন। তখন থেকেই মুক্তিযোদ্ধার বাবা ও চাচা ৪.১১একর জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন।
কিন্তু ু পরবর্তীতে আরএস রেকর্ড শুরু হলে মোহাম্মদ আলীর বিক্রিত জমি ভূল বশত: আরএস খতিয়ান ৫২৮ এ ২০৪৭/২৬৬২ দাগের ২.৪৫একর জমি তার নামে রেকর্ড হয়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধ সোলায়মান সরকারে বাবা বশারত সরকার মৃত্যু বরণ করলে ওয়ারিশগণ প্রাপ্ত হন।
ওই ভূল রেকর্ড সংশোধনের জন্য বাদী পক্ষ বিজ্ঞ রাজিবপুর সহকারী জজ আদালতে ০৬/২০২০নং অন্য মোকদ্দমা আনয়ন করেন। যা বিচারাধীন রয়েছে।বাদীপক্ষ এজমালীতে খাজনা খারিজ পরিশোধ করে ওই জমি ভোগদখল করে আসছে।
সামপ্রতিক বিবাদী ইউনুছ আলী মন্ডল(৭০)তার পুত্র গোলাম হোসেন,গোলজার হোসেন,সোহরার্দীসহ ১০/১৫ জন অপরিচিত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখল এবং ক্ষেতের ফসলাদি কেটে নিতে চায়।
এ সময় বাদী আবদুস সাত্তারের ডাক চিৎকারে এলাকার অনেকেই এসে বাধা দেয়। তখন বিবাদীগণ বাধা পেয়ে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় বাদীকে হুমকি দিয়ে যাওয়া হয় পরবর্তীতে যে কোন সময় জমি দখল করবে,প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দিয়ে জমি দখল করবেন। এ কারণে মুক্তিযোদ্ধা পরিবারটি খুন-জখমের আশংখায় রয়েছে।
এ ব্যাপারে বিবাদী ইউনুছ আলী মন্ডলের ছেলে গোলজার হোসেন প্রতিনিধিকে জানান,আমরাও মোহাম্মদ আলীর নিকট থেকে জমি ক্রয় করেছি। কিন্তু ু আমরা জমি দখল পাচ্ছি না। মুক্তিযোদ্ধা পরিবার থেকে বাদী আবদুস সাত্তার জানান, বিগত ৩৫ বছর যাবত ওই জমি ভোগ দখল করে খাচ্ছি। এখন আমাদের জমি জবর দখল করতে চায় এবং আমাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা জানে মারার হুমকি দেয়।আমি নিরুপায় হয়ে আইনকে শ্রদ্ধা করে আদালতে ১৪৪ জারির আবেদন করেছি। যা আদালত মুঞ্জর করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,কুড়িগ্রাম ৬ ডিসেম্বর/২০২০ তারিখে ৮৮/২০২০ পিটিশনে সহকারি কমিশনার (ভূমি)রাজিবপুরকে বিষয়টি সরে জমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি)গোলাম ফেরদৌজ জানান,বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।