বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি প্রয়াত শ্রমিক নেতা মরহুম আখতার হোসেন বাদল এর স্বরণে শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এমএ মজিদ। শোক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির কার্যকরি সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা তাজুল ইসলাম মুকুলম, রোনাচুর জামান মিন্টু, আনোয়রুই ইসলাম রাজা, শাহরিয়ার হোসেন বিটুল। রংপুর জেলা ট্রাক ট্যাংকলী, কাভার্ডভ্যান ও ট্রাক্টও শ্রমিক ইউনিয়ানের সাধারণ সমম্পাদক সহিদুল ইসলাম মানিক সহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে মরহুম আখতার হোসেন বাদল এর আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।