সীমান্তে বাংলাদেশীদের ওপর নির্বিচারে বিএসএফের গুলি করে হত্যাকান্ডের প্রতিবাদে রংপুরে কালো ব্যাজ ধারণ ও পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় ও বিএনপি কার্যালয়ের এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা প্রদর্শন করেন।
কালো ব্যাজ ধারণ ও পতাকা প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আহ্বায়ক শাহনেওয়াজ লাবুসহ বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির জন্য সীমান্তে বিএসএফ নির্বিচারে হত্যাকা- ঘটাচ্ছে। সীমান্তে বাংলাদেশী নাগরিকদের ন্যুনতম নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার।