২১ ডিসেম্বর ২০২০ইং, রংপুর মহানগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ- কলেজ প্রাঙ্গনে ঢাকা চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি উদ্যোগে ও রংপুর চেম্বারের সার্বিক সহযোগিতায় রংপুরের ৫শ’ হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ঢাকা চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেন।
রংপুরের ৫শ’ হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, ঢাকা চেম্বারের উপ-সচিব মোঃ হারুনুর রশিদ, সিনিয়র কর্মকর্তা তানভীর আহমেদসহ রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পরিচালক মোঃ ওবায়দুর রহমান রতন, চেম্বারের পরিচালক মোঃ শাহজাহান বাবু, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, অজয় প্রসাদ বাবন, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মোঃ আশরাফুল আলম আল আমিন, পার্থ বোস, দেবব্রত সরকার রঞ্জু, মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, মোঃ হাবিবুর রহমান রাজা, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদের সদস্য মিসেস স্বপ্না রানী সেন ও তপন শর্মা প্রমুখ।