খুলনার পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃৃক প্রদত্ত শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র সার্বিক সহযোগিতা ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর দিক নির্দেশনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপজেলার ৪ নং দেলুটি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ও দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল ইউনিয়নের অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, আশিষ কুমার হালদার ও ইউপি সচিব নিরাপদ মল্লিক প্রমুখ।