খুলনা পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আ.লীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় বিএম'র দপ্তর সম্পাদক ডাঃ মোহাঃ শেখ শহীদ-উল্লাহ এর পিতা শেখ মোহাম্মদ আলী (৮২) পৃথিবী ছেড়ে চলে গেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাসভন উপজেলার পুরাইকাঠিতে মৃত্যু বরণ করেন। প্রবীন এ নেতার মৃত্যুতে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরন সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ উপজেলা আ.লীগের সাবেক নেতৃবৃন্দ সহ কৃষকলীগ, মহিলা আ.লীগ, যুবলীগ-ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন।