কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজে জালিয়াতির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য আবদুস ছাত্তার, জয়নব বেগম, ফাহিমা বেগম, বিদ্যুৎসাহী রাশেদা বেগম এবং জমিদাতা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ অভিযোগে জানা যায়, উপজেলার কুটি নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা এবং স্লিপ বরাদ্দের ৭০ হাজার টাকা সরকারি বরাদ্দ দেয়া হয়। কিন্তু ম্যানেজিং কমিটির সদস্যকেও অবহিত না করে নিজে নিজে কাজ করে এতসব টাকার মধ্যে মেরামতের নামে মাত্র এক লাখ টাকা পরিমাণের কাজ করে বাকী টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন। পরে ম্যানেজিং কমিটি এসব কাজ ও টাকার হিসাব চাইলে প্রধান শিক্ষক হিসাব না দিয়ে নানা অজুহাত দেখিয়ে আমার টাকার কাজ আমি করেছি বলে জানায় প্রধান শিক্ষক।
এদিকে ওই বিদ্যালয়ের ৩ বান্ডিল টিন, ৩ হাজার ইট, ৩০ কেজি রড এবং ৮টি কংক্রিটের সিঁড়িসহ নতুন কিছু ইট, রড, সিমেন্ট ও টিন দিয়ে ১৬ হাত ঘর নির্মাণ করে ঘরের সামনের অংশ ইটের গাঁথুনি দিয়ে বাকী অংশ তিন ফিট ইটের এবং বাকী অংশ টিনের বেড়া দেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে কুটি নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, আমি মেরামতের কাজ শুরু করার আগে কমিটির লোকদেরকে নিয়ে বসেছি। তারা আমাকে কাজ শুরু করতে বলেছিলো। পরে আমি কাজ শুরু করেছি। কিন্তু তারা কেউ আসেনি। তবে কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। কাজ শেষ হলে আমি তাদেরকে নিয়ে হিসাবে বসব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম বলেন, যদি অভিযোগ দিয়ে থাকে তবে সেটা তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।