আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিরাজদিখানে বাঁশ-খুটি গেড়ে জমি দখলের চেষ্টা, পুলিশের বাধায় কাজ বন্ধ। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার মালখানগর ইউনিয়নরে ফেগুনাসার গ্রামের শিবমন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ফেগুনাসার গ্রামের আলমাস আলীর ছেলে জিন্নাহ খান (৬৩) বাদী হয়ে একই গ্রামের শামসুল দোহার ছেলে আনোয়ারুল হক পরশ (৫৭) ও ওয়াজ উদ্দিনের মেয়ে রশিদা বেগমকে (৪২) বিবাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা করেন। যার নং ২৬৪/২০২০, ফৌ. কা. বি. ১৪৫ ধারা। মামলার প্রেক্ষিতে গত ২৮/১০/২০২০ আদালত থেকে একটি নোটিশ প্রেরন করা হয়। নোটিশটি কার্যকর করেন সিরাজদিখান থানার সহকারি উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান। নোটিশে উল্লেখ রয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, স্ব স্ব অবস্থানে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, জিন্নাহ খান ওরফে জিন্নত মিয়া নিজে মামলার বাদী, আবার নিজেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে, জমিতে প্রবেশ করে কাজ করছেন। গত দুই দিন ধরে বাদী পক্ষ শ্রমিক দিয়ে কাজ করায়, বিবাদী পক্ষ রোববার রাতে থানায় গিয়ে জিডি করেন এবং গতকাল ঘটনাস্থল পুলিশ ্এসে কাজ বন্ধ করে হুশিয়ার করেদেন।
আনোয়ারুল হক পরশ জানান, তিনি আমার বিরুদ্ধে মামলা করলেন, মামলা চলাকালীন জমিতে কেউ যাবে না, নিজ নিজ অবস্থানে থাকবে শৃঙ্খলা রক্ষায় আদালতের এমন নির্দেশ। কিন্তু জিন্নত আলী নিজেই আইন অমান্য করে কাজ করছেন। আমি ঢাকায় থাকি, গতকাল খবর পাই জিন্নত জমিতে খুটি গাড়ছে। আমি থানায় যাই জিডি করি। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।
জিন্নত আলী খান বলেন, আমি নিষেধাজ্ঞা অমান্য করি নাই। আমার বাঁশ গুলো নস্ট হচ্ছে। তাই ঠিক করে রাখছিলাম।
সিরাজদিখান থানার সহকারি উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান বলেন, আমি আদালতের নোটিশ আগেও তাদের দিয়েছি। উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্ব-স্ব অবস্থানে থাকবে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ জমিতে আসবে না। আজ (সোমবার) খবর পাই জিন্নত আলী জমিতে বাশঁ-খুটি গাড়ছে। ঘটনাস্থল এসে কাজ বন্ধ করি শ্রমিকদের বিদায় দিতে বলি এবং হুশিয়ার করে দিয়েছি।