রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে সুজ্জল মোল্লা (২০) ও জাকারিয়া ওরফে বিদ্যুৎ মোল্লা (৩০) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে। সুজ্জল উপজেলার কিয়ামদ্দিন পাড়ার শুকুর মোল্লার ছেলে এবং জাকারিয়া ওরফে বিদ্যুৎ রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের খালেক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ১৫ নভেম্বর রাতে দৌলতদিয়া ক্যানালঘাট মেহগনি বাগানে আন্তঃজেলা ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার ঝন্টু সাহা, উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ইসমাঈল মোল্লা, রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের বালিয়ারচর গ্রামের রুবেল মুন্সী, ফরিদপুর মধুখালী উপজেলার পশ্চিম পাড়াখোলা গ্রামের সাগর শেখ ও মানিকগঞ্জ শিবালয় থানার নতুন পাড়ার রতন শেখ নামের পাঁচজনকে গ্রেপ্তার করে। ডাকাতদলের ফেলে যাওয়া চটের বস্তাভর্তি দুটি রামদা, কয়েকটি চাকু, গাছের গুঁড়ি জব্দ করে। তাদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য মতে পুলিশ এখন পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে পুলিশ সোমবার সকালে দৌলতদিয়া ঘাটের নুরু কাজী (২৪) নামের চিহিৃত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার চিহিৃত জুয়াড়ি ও মাদককারবারী মাদার কাজীর ছেলে। এ ছাড়া গোয়ালন্দ কাঁচাবাজার এলাকায় নেশাগ্রস্থ হয়ে মাতলামী করার অভিযোগে পুলিশ উজ্জ্বল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার আকবর শেখ এর ছেলে।
গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ১৫ নভেম্বর দিবাগত মধ্যরাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে সোমবার সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।