চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারীর ডিডিএল টাওয়ারের সামনে থেকে গত ২০ ডিসেম্বর রোববার রাত সোয়া ৮টার সময় চট্টগ্রামগামী পিক আপ ভ্যান (ঢাকা মেট্রো:নং-১৬-০৭৯৮)এ তল্লাশী চালিয়ে ১৫শত পিস ইয়াবা ও বহনকারি পিক আপ ভ্যানটিসহ ৩জনকে আটক করে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হলো-সুনামগঞ্জ জেলার সৈয়দ পাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে মো:আরীফ (২২) গোপালগঞ্জ জেলার গজার ভাজান্দি এলাকার ছৈয়াব শেখের ছেলে মো: শামীম শেখ(৩১)ও শেরপুর জেলার নকলা এলাকার আক্তারুজ্জমানের ছেলে মো: মঞ্জু (৩৫)।পরে আটককৃতদেরকে মাদক নিয়ন্ত্রন মামলায় কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার কর্মকর্তা ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।